তোমার স্তন

তোমার স্তন

তোমার স্তনের পরতে পরতে আমার মৃত্যু।
তোমার স্তনের বোটায় মৃগনাভীর সুগন্ধের পসরা।
তোমার স্তনের দুলুনিতে
ধরণী কেপে ওঠে থেকে থেকে।
স্তনযুগল তোমার খোলা আদিম থাকার সময়,
আমি নেশায় পাগল হয়ে যাই।
Published by kingHasanbd
6 months ago
Comments